Events

ইউআইটিএস-এ আইটি বিভাগ ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি)- এর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং এআইইউবি এর আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. এবিএম রহমতুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইটি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত জাহান ঐশী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সুপদ কুমার ঘোষ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ড. এবিএম রহমতুল্লাহ। কর্মশালায় ইউআইটিএস এর আইটি বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি বিভাগের প্রভাষক সুলতানা রোকেয়া নাহার এলিন।

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক ড. আইন-উল হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রীতম কিশোর রায়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ও সিভিল বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হক এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সুপদ কুমার ঘোষ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ড. আইন-উল হুদা। কর্মশালায় ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইফতেশাম বাশার ও কামরুন নাহার খান মুক্তি।

ইউআইটিএস-এ ইইই বিভাগ ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং ওয়ার্কশপ

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)- এর সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ অক্টোবর ২০১৭ বুধবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ইইই বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইইই বিভাগের প্রধান ড. মোঃ মিজানুর রহমান এবং শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সুপদ কুমার ঘোষ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। কর্মশালায় ইউআইটিএস এর ইইই বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক ফারহা ইসলাম মিমি।

ইউআইটিএস-এ সিএসই বিভাগ ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং ওয়ার্কশপ

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)- এর সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর ২০১৭ মঙ্গলবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের অধ্যাপক ড. আইন-উল- হুদা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য এবং শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসই বিভাগের প্রধান ড. সুপ্রতীপ ঘোষ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অধ্যাপক ড. আইন-উল- হুদা। কর্মশালায় ইউআইটিএস এর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আল-ইমতিয়াজ।

ইউআইটিএস-এ স্কুল অব বিজনেস ও আইকিউএসি’র উদ্যোগে টিম বিল্ডিং ওয়ার্কশপ

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)- এর ইনস্টিটিউশনাল কেয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর অধীনে ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির তত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য-প্রযুক্তি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)- এ টিম বিল্ডিং বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর ২০১৭ সোমবার আইকিউএসি প্রজেক্ট পরিচালক জগৎবন্ধু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. কে এম সাইফুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)- এর বিজনেস বিভাগের অধ্যাপক শান্তি নারায়ন ঘোষ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান ফারহানা রহমান এবং শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। টেকনিক্যাল সেশনে টিম বিল্ডিংয় এর উপরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিইউবিটি- এর বিজনেস বিভাগের অধ্যাপক শান্তি নারায়ন ঘোষ। কর্মশালায় ইউআইটিএস এর স্কুল অব বিজনেস এর ডিন, বিভাগীয় হেড ও শিক্ষক- শিক্ষিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস বিভাগের সহযোগী অধ্যাপক আরিফ রানা।