Events

ইউআইটিএস এ "3rd Electro Fest-2017" এবং গ্রীষ্মকালীন নবীন বরণ ২০১৭

প্রজেক্ট শো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারি ঢাকা বিশ্ববিদ্যালয় দলকে সার্টিফিকেট প্রদান করছেন  ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া।

বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী Ò3rd Electro Fest-2017Ó এর সমাপনী  অনুষ্ঠান হয় ২৬ মে ২০১৭ শুক্রবার। এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন ইউআইটিএস এর ইইই ও ইসিই বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, প্রভাষক মোঃ রুহুল আমিন, সিসনোভা ইনফরমেশন সিস্টেম্স লিমিটেড এর সিনিয়র ম্যানেজার আহমেদ সুফি কামাল ইবনে আহসান, ইএমকে মেকার ল্যাব এর অ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর রিদওয়ানুল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনাব আনোয়ারুল হক সøাইডশোর মাধ্যমে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট এবং ফটোগ্রাফী প্রতিযোগিতায় পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই ও ইসিই বিভাগের সহকারি অধ্যাপক মোঃ খোরশেদ আলী ও প্রভাষক ফারহা ইসলাম মিমি। অনুষ্ঠানটির স্পন্সর করে টিএসএস কর্পোরেশন এবং মিডিয়া পার্টনার ছিল একাত্তর টিভি, রেডিও আমার ও জাগো এফএম।

দ্বিতীয়পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ডশোসহ ইইই ও ইসিই বিভাগের শিক্ষার্থীরা নৃত্য, কৌতুক, গান ও কবিতা আবৃত্তি ইত্যাদি উপস্থাপন করে।

এদিকে দিনের অপর এক অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গ্রীষ্মকালীন নবীন বরণ ২০১৭ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রীতম কিশোর রায়, সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।

ইউআইটিএস এর ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে “3rd Electro Fest-2017”

২৫ মে ২০১৭ বৃহস্পতিবার বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে “3rd Electro Fest-2017” অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি ইউআইটিএস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন। এরপর অতিথিরা ইইই ও ইসিই বিভাগের উদ্যোগে আয়োজিত দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন বিজ্ঞান প্রজেক্ট এবং ফটোগ্রাফী প্রতিযোগিতায় প্রদর্শিত ছবিসমূহ ঘুরে দেখার পর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন ড. মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং বিশেষ অতিথি ছিলেন  ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস এর স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, স্কুল অব লিবারাল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্স এর ডিন ড. আরিফাতুল কিবরিয়া, ইইই বিভাগের প্রধান বসরা সুলতানা, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই ও ইসিই বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মাহমুদুল হাসান ও প্রভাষক তাসমিয়া ফাতেমা তন্নী।

মধ্যাহ্ন ভোজের পর দ্বিতীয় সেশনের সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার যুবায়ের আল বিল্লাল খান, ইউআইটিএস এর ইইই ও ইসিই বিভাগের সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান, প্রভাষক রুহুল আমিন এবং সহকারি অধ্যাপক মোঃ খোরশেদ আলী সøাইডশো এর মাধ্যমে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন।

মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-কে ইউআইটিএস এর উপাচার্য নিয়োগ

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর মাননীয় আচার্য্য মো: আবদুল হামিদ ইউআইটিএস-এর উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান-কে নিয়োগ প্রদান করেছেন।

স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বহু উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেন। তিনি বহু উল্লেখযোগ্য বৃত্তি ও ফেলোশীপ অর্জন করেন যার মধ্যে আমেরিকান ফুলব্রাইট ফেলোশীপ ও কমনওয়েলথ স্কলারশীপ উল্লেখযোগ্য। উল্লেখ্য যে, তিনি আমেরিকায় University of Rhode Island (URI), Kingston এ গ্রীণ মার্কেটিং বিষয়ের উপর ভিজিটিং স্কলার ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনার ও প্রবন্ধ উপস্থাপনের জন্য ভ্রমণ করেন যার মধ্যে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, আমেরিকা, জাপান, শ্রীলংকা, নেপাল, সিঙ্গাপুর, ভুটান, মালদ্বীপ এবং চীন উল্লেখযোগ্য। তিনি পৃথিবীর বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে ১৫টি আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। প্রথিতযশা অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান ১৯৫৫ সালে চট্টগ্রামের সীতাকুন্ডের মছজিদ্দা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সুপারনিউমেরারি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান দেশের শিক্ষাক্ষেত্রে একজন সফল ও পরিচিত মুখ। তিনি দেশের সরকারী বিশ্ববিদ্যালয়ে ও বিদেশে দীর্ঘ দিনের অধ্যাপনার অভিজ্ঞতা দেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কাজে লাগিয়েছেন। এরই ফলপ্রশ্রুতিতে দেশের স্বনামধন্য শিল্পপতি, পিএইচপি পরিবারের চেয়ারম্যান ও ইউআইটিএস এর প্রতিষ্ঠাতা আলহাজ সুফী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী তাঁকে ২০০৭ সালে তৎকালীন চট্টগ্রাম ক্যাম্পাসের উপদেষ্টা হিসেবে নিয়োজিত করেন।

“ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৭” উপলক্ষে ইউআইটিএস এ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হ্যাকাথন

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আজ ১৪ মে ২০১৭ রবিবার বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ অনুষ্ঠিত হয় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হ্যাকাথন। আগামী ১৭ ই মে “বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৭” উপলক্ষে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করে ইউআইটিএস।

ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে ৫ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মন্ডলির সহায়তায় আমরা আলোকিত মানুষ তৈরী করছি। এই বাংলা সোনার বাংলা নয়, এই বাংলা হিরার বাংলায় পরিণত হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের এই সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম কায়কোবাদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউআইটিএস স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মিজানুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, বিএসসিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার মির্জা কামাল আহমেদ, কোম্পানী সেক্রেটারি আব্দুস সালাম খান, ইউআইটিএস এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর সালাহউদ্দিন হাওলাদার, লজিস্টিক সাপোর্ট বিভাগের প্রধান মীর ফরহাদ ফয়সাল, সিএসই বিভাগের প্রধান জয়া দাস, সহযোগী অধ্যাপক ড. সুপ্রতিপ ঘোষ, সিভিল বিভাগের প্রধান প্রিতম কিশোর রায়, সিএসই বিভাগের কো-অর্ডিনেটর আল ইমতিয়াজ এবং সিএসই ও আইটি বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের ৪৯ টি দলের মধ্যে ৩টি দল সমান সংখ্যক ৭টি সমস্যার সমাধান করে যথাক্রমে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ইনফরমেটিকস- এ বিজয়ীদের নিয়ে গঠিত বিশেষ দল। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মঞ্জুর। প্রতিযোগিতায় বিজয়ী ৩ টি দলকে ১৭ ই মে ২০১৭ তারিখে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

“ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৭” উপলক্ষে ইউআইটিএস এ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হ্যাকাথন

 

আগামী ১৭ ই মে ২০১৭ আন্তর্জাতিকভাবে “ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৭” পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “বিগ ডাটা ফর বিগ ইমপেক্ট”। এ দিবস উপলক্ষে আগামী ১৪ মে ২০১৭ রবিবার বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা হ্যাকাথন অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের ৫০ টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় বিজয়ী ৩ টি দলকে ১৭ ই মে ২০১৭ তারিখে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড (বিএসসিসিএল)।