Events

ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে "3rd Civil Fest-2017 “

 

৩০ মার্চ ২০১৭ বৃহস্পতিবার বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Ò3rd Civil Fest-2017Ó অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রধান অতিথি অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, সন্মানীয় অতিথি বিশিষ্ট নাট্য পরিচালক গাজী রাকায়েত, অধ্যাপক ড. মাজহারুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর হিলালী, ডিনবৃন্দ, রিসার্চ সেন্টারের পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে অংশ নেন। এরপর অতিথিরা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরী প্রজেক্টসমূহ ঘুরে দেখার পর কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মিজানুর রহমান। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া। সন্মানীয় অতিথি ছিলেন প্রসিদ্ধ অভিনেতা, লেখক ও পরিচালক গাজী রাকায়েত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এম কায়কোবাদ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক, ইউআইটিএস এর  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস. আর হিলালী, ডিনবৃন্দ, রিসার্চ সেন্টারের পরিচালক, ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল বিভাগের প্রভাষক কামরুন নাহার খান মুক্তি ও রুমানা শায়লা।

মধ্যাহ্ন ভোজের পর বিভাগীয় প্রধান প্রীতম কিশোর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বুয়েটের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আবু হাসান ভুইয়া ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ সাব্বির রহমান, আফসানা ফেরদৌস ও মোঃ সানাউল্লাহ শামীম প্রবন্ধ উপস্থাপন করেন।

বর্ষসেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পদক পেল ইউআইটিএস

২৯ মার্চ ২০১৭ বুধবার মহানগরী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত স্বাধীনতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা শিক্ষা প্রতিষ্ঠান (পারসোনালিটি এ্যাওয়ার্ড) নির্বাচিত হয় বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্য ও প্রযুক্তিভিত্তিক বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। পরীক্ষায় নকল মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে এ পুরষ্কারে ভুষিত হয় ইউআইটিএস। ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, মুক্তিযোদ্ধা মিলনায়তন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইটিএস এর পক্ষে পুরষ্কার গ্রহণ করেন বোর্ড অব ট্রাস্টিজের সন্মানিত উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

 

ইউআইটিএস এ “সিভিল ফেস্ট ২০১৭” এর দ্বিতীয় দিনে গেম শো ও ওয়ার্কশপ

 

২৮ মার্চ ২০১৭ মঙ্গলবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ “সিভিল ফেস্ট ২০১৭” Structural design of Concrete building" শিরোনামে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউআইটিএস স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মিজানুর রহমান এবং ওয়ার্কশপটি পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আহমেদ কবীর।

 

 

 

ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “ 3rd Civil Fest-২০১৭” অনুষ্ঠিত

 

২৭ মার্চ ২০১৭ সোমবার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে Ò3rd Civil Festival ২০১৭” অনুষ্ঠিত হয়। পাঁচদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন দুপুর ৩টায় গেম শো এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এস আর হিলালী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেস এর ডিন অধ্যাপক আ ন ম শরীফ এবং সিএসই ও আইটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক জয়া দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক প্রীতম কিশোর রায় এবং সঞ্চালনা করেন প্রভাষক কামরুন নাহার খান মুক্তি।

সন্ধ্যা ৬ টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক প্রীতম কিশোর রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত “GEO-5 Software” বিষয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএসই ও আইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুপ্রতীপ ঘোষ। ওয়ার্কশপটি পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মাহমুদ হাসান মামুন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো ইউআইটিএস

 

 

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদ্যাপন করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। ২৬ মার্চ ২০১৭ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বারিধারাস্থ ক্যাম্পাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।